চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্যাক্সির সিটে লুকিয়ে ইয়াবা পাচার: রোহিঙ্গা কিশোর আটক

ট্যাক্সির সিটে লুকিয়ে ইয়াবা পাচার: রোহিঙ্গা কিশোর আটক

২৫ জুন, ২০২০ | ৮:৩৮ অপরাহ্ণ

 

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি। আটককৃত কিশোরের নাম মো. ইয়াসিন (১৫)। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মরহুম নিজাম উদ্দিন ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান- গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হতে টেকনাফগামী সিএনজিযোগে ইয়াবা ট্যাবলেট পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেদা বিওপি’র একটি টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। দুপুর ১২টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি আসলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় সিটের নিচে লুকিয়ে রাখার ব্যাগ থেকে এক কোটি ৭ লাখ ৮৮ হজার টাকার মূল্যের ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবার জব্দ করা হয়। পরে মো. ইয়াসিন নামের ওই রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত রোহিঙ্গা কিশোরকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট