চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হালদায় ৭ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২৫ জুন, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

হালদা নদী থেকে প্রায় ৭ হাজার মিটার অবৈধ ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সত্তার ঘাট থেকে শুরু করে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। সত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৭ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মা মাছ ও ডলফিন রক্ষার এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ / আর আর- জাহাঙ্গীর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট