চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

২৫ জুন, ২০২০ | ৫:০৭ অপরাহ্ণ

মানিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ির আমতল সড়কে সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার ৩‘শ টাকা জরিমানা করেছেন। এসময় যে সকল যাত্রী ও চালকদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলার আমতলে করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সচেতনতার লক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ও মোটরসাইকেল চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ১০টি মামলায় ৪ হাজার  ৩‘শ টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফতা আসমা জানান, বর্তমান প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু অনেকেই তা মানছে না। তাই দিনদিন সংক্রমণের ঝুকি বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট