চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় আরও এক রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়া সংবাদদাতা,ৃদ

২৪ জুন, ২০২০ | ১২:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই রোহিঙ্গা নারী উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তোহা জানান, ওই নারী গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন।পরে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত রবিবার (২১ জুন) রাতে ওই নারীর মৃত্যু হয়। আজ মঙ্গলবার বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে তার ফল পজেটিভ আসে।

ডা. আবু তোহা আরো জানান, কক্সবাজারে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। গত ৩০ মে করোনা আক্রান্ত হয়ে প্রথম রোহিঙ্গা শরণার্থী মারা যান। এছাড়া কক্সবাজারে এখন পর্যন্ত মোট ৪৬ জন রোহিঙ্গা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট