চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে সোনালী ব্যাংকের ১৪ কর্মকর্তা করোনামুক্ত

হাটহাজারী সংবাদদাতা

২৩ জুন, ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণে জনগনের সেবা প্রদান করতে অন্যান্য ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক হাটহাজারী শাখাও ছিল। কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখায় ওই শাখার ম্যানেজারসহ ১৪জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিল। সেবা প্রদান বন্ধ থাকায় দীর্ঘ ১৪দিন ভোগান্তিতেও পড়েছে গ্রাহকরা। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) সোনালী ব্যাংকের ম্যানেজারসহ ১৪জন কর্মকর্তা করোনা মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ২৭ ও ২৮মে সোনালী ব্যাংকের ১৪জন কর্মকর্তা করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপর থেকে তাদের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় ১৬দিন চিকিৎসা শেষে গত ১৮ ও ১৯ জুন ১৪জনের রিপোর্ট নেগেটিভ আসে। পরিপূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিতে মঙ্গলবার দুপুর সোয়া ১টায় ওই ১৪ কর্মকর্তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। তৎক্ষণিক উপস্থিত কর্মরত চিকিৎসকরা তাদের অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমতিয়াজ হোসাইন, ডা. সোহানিয়া অাক্তার বিল্লাহ,ডাঃতাহমিয়া সাদেকা চৌধুরী,ডাঃ মাসুদুর রহমান,ডাঃ খালেদ হোসাইন প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট