চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে বোটের নিচে চাপা পড়ে মালিকের মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

২৩ জুন, ২০২০ | ১২:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরা বোট মেরামতের পর পানিতে নামতে গিয়ে বোটের নিচে চাপা পড়ে এক বোট মালিকের মৃত্যু হয়েছে। নিহত বোট মালিকের নাম আব্দুল মান্নান (৩২)। সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কাথরিয়া জলকদর খালে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ বাগমারা গ্রামের আবু আহমদের ছেলে।

নিহতের আত্মীয় ইউপি সদস্য কামরুন নাহার ডলি জানান, আব্দুল মান্নান ও তার নিকটতম আত্মীয়ের মালিকানাধীন মাছ ধরা বোটটি মেরামত শেষে পানিতে রশি দিয়ে নামানোর সময় বোট উল্টে গিয়ে চাঁপা পড়ে। এ সময় মো. ইউনুছ ও মো. নুরুল আলমসহ চার ব্যক্তি আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরতর আহত আব্দুল মান্নানকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, কাথরিয়া বোটের নিচে চাঁপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/অভি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট