চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রয়েল হাসপাতালের অনুষ্ঠানে চসিক মেয়র

চট্টগ্রামে বেসরকারি পর্যায়েস্বাস্থ্যসেবার মান বাড়ছে

২৮ এপ্রিল, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে তা অতীতের অন্য কোনো সরকারের আমলে হয়নি। দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে পর্ষাপ্ত চিকিৎসক আছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব নেই। কিন্তু মানসম্মত নার্সের (সেবক-সেবিকা) অভাব রয়েছে। নার্সিং ব্যবস্থাপনায় আমরা পিছিয়ে পড়েছি। দক্ষ ও মানসম্মত নার্স তৈরির উপর আমাদেরকে জোর দিতে হবে। চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য-সেবা অনেক এগিয়ে যাচ্ছে। সেবার মান বাড়ছে। গত শুক্রবার নগরীর ও আর নিজাম রোডস্থ বেসরকারি রয়েল হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৪ বছর আগে প্রতিষ্ঠিত এই হাসপাতালে নতুন সংযোজিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট), এনআইসিইউ (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট), এইচডিইউ (হাইলি ডিপেনডেন্সি কেয়ার ইউনিট), পিএইচডিইউ (পেডিয়াটিক হাইলি ডিপেনডেন্সি কেয়ার ইউনিট) উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি মেয়র আরও বলেন, চিকিৎসা সেবার মহানব্রত নিয়ে চিকিৎসক এই পেশায় এগিয়ে আসেন। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক, নার্সসহ সেবার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। যাতে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা-সেবা পায়। কেউ যাতে বঞ্চিত না হয়। অন্যদিকে রোগী ও তাদের স্বজনদের দায়িত্ব কর্তব্য আছে। চিকিৎসক-নার্সসহ প্রতিষ্ঠানকে সহযোগিতা দেওয়া। চিকিৎসক, নার্সদের সঙ্গে চিকিৎসা সেবা গ্রহণকারী সাধারণ মানুষের মধ্যে দুরত্ব যতই কমবে ততই ভালো।
উন্নতমানের চিকিৎসা-সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে হাসপাতালগুলোকে। রয়েল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ডা. আরিফুল আমীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, চসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ও রয়েল হাসপাতাল পরিচালক (চিকিৎসা) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সার্জারি বিশেযজ্ঞ ডা. শিব শংকর সাহা, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ূয়া, কার্ডিওলজিস্ট ডা. আব্দুর রউফ, ডা. অজয় কুমার দে, ডা. হারুন অর রশিদ, হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল আমিন প্রমুখ। এর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রয়েল হাসপাতালের ৩য় তলায় আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, পিএইচডিইউ আনুষ্ঠানিক উদ্বোধন করে সিটি মেয়র।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট