চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে ব্যাংক কর্মকর্তা ও চিকিৎসকসহ ২৪ জন করোনায় আক্রান্ত

বান্দরবান সংবাদদাতা

২১ জুন, ২০২০ | ১১:১২ পূর্বাহ্ণ

বান্দরবানে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে এসব ব্যাংকগুলো লকডাউন করে দেয়া হয়েছে।

শনিবার (২০ জুন) আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজারসহ ৭ কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে ২৪ জন কারোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মারমা জানিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করতে গিয়ে নতুন করে এক চিকিৎসক ও নমুনা সংগ্রহকারী ও স্বাস্থ্য সহকারী আক্রান্ত হয়েছেন। কক্সবাজার ল্যাব থেকে দেরিতে নমুনার ফলাফল আসায় ও জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের হার দ্রুত বাড়ছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত বান্দরবানে ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুজনের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট