চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২০ | ২:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শনিবার (২০ জুন) পাঁচটি ল্যাবে ৬৭০ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২৯টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২০৩টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬০টি, কক্সবাবাজার মেডিকেল কলেজ ল্যাবে একটি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৯৭ জন, সিভাসুতে ১৬ জন, চমেকে ৬২ জন, চবিতে ১৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৯৪ জনের। এর মধ্যে ১২৮ জন নগরীর এবং ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে সাতাকানিয়াতে ১, লোহাগাড়ায় ১, বাঁশখালীতে ১, চন্দনাইশে ১১, বোয়ালখালীতে ১৮, রাউজানে ১০, হাটহাজারীতে ৯, সীতাকুণ্ডে ৭ ও মিরসরাইয়ে ৮ জন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট