চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনায় মৃত্যুতে ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে চট্টগ্রাম বিভাগ

করোনায় মৃত্যুতে ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে চট্টগ্রাম বিভাগ

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২০ | ৭:৫৫ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আজ শনিবার (২০ জুন) পর্যন্ত মোট মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভাগসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪৯০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

তবে মৃত্যুর পরিসংখ্যানে রাজধানীকে ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। মাত্র কিছুদিন আগেও ঢাকায় মৃতের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে রাজধানীতে মৃত রোগীর সংখ্যা ৩৭২ জন, অপরদিকে চট্টগ্রামে মৃতের সংখ্যা ৩৯৫ জন। বাণিজ্যিক রাজধানীতে দ্রুততম সময়ে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধি পাচ্ছের মৃত্যুবরণকারী রোগীর সংখ্যাও। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগের ৪৮ জন, রংপুর বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগের ৪১ জন এবং সিলেট বিভাগের ৫৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রথম করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১ জানুয়ারি, দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ ও একই মাসের ১৮ তারিখ প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট