চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় দ্বিতীয়বারের মতো প্রায় ২০০ কেজি মা মাছের ডিম সংগ্রহ

রাউজান সংবাদদাতা

২০ জুন, ২০২০ | ৩:০৪ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দ্বিতীয়বারের মতো মা মাছের ডিম দেয়ার পরিমাণ দেড়শ-দুইশ কেজি। প্রায় শতাধিক নৌকার মাধ্যমে দুই শতাধিক সংগ্রহকারী মা মাছের ডিম সংগ্রহ করেন।

আজ শনিবার (২০ জুন) দুপুরে এ তথ্য জানান হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ‘শুক্রবার অমাবশ্যা ছিল। একারণে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো হালদার মা মাছ ডিম দিয়েছে। দ্বিতীয়বার ডিম দেয়া অবশ্যই একটি ভালো দিক। তবে গত মাসে দেয়া ডিম থেকে শুক্রবার রাতে দেয়া ডিমের পরিমাণ অনেক কম ছিল।’ তিনি জানান, নদীর দুই পাড়ের দুই শতাধিক সংগ্রহকারী প্রায় শতাধিক নৌকা নিয়ে নদীতে নামে ডিম সংগ্রহের জন্য। প্রায় দেড়শ-দুইশ কেজি ডিম পেয়েছেন তারা।’

প্রসঙ্গত, মৌসুমে দ্বিতীয়বারের মতো শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সীমিত পরিসরে ডিম ছাড়লো এই মিঠা পানির মা মাছ। রাউজান-হাটহাজারী উপজেলার দুইপাড়ের অনেক ডিম সংগ্রহকারী ডিম পেয়েছেন। তবে ডিম পাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট