চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান করোনা আক্রান্ত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

১৯ জুন, ২০২০ | ৭:১৩ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো.ছলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবু জাফর মো.ছলিম বলেন, গত ১৫ জুন  সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী শরীরে জ্বর এবং সর্দি কাশি থাকায় স্বাস্থ্য বিভাগের একটি টিম তাঁর বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। এই নমুনা টেস্টের ফলাফল পজেটিভ আসে। তবে নমুনা নেওয়ার পর হোম কোয়ারেন্টেইনে রেখে ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা দেওয়াতে তিনি এখন মুটামুটি সুস্থ আছেন। তার সংস্পর্শে থাকা পুরো পরিবারের নমুনাসহ আশেপাশের বাড়ীগুলো লকডাউনের ব্যাবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, এ নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। তবে ১২ জন পজেটিভ রোগীর মধ্যে ১১ জন পুরোদমে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।

পূর্বকোণ / আর আর- শামীম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট