চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়া রাহাত আলী স্কুলের শিক্ষক জসিম উদ্দীন আর নেই

অনলাইন ডেস্ক

১৯ জুন, ২০২০ | ৪:০০ অপরাহ্ণ

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন (৪৯) আর নেই।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। জসিম উদ্দিন ১৯৭০ সালের ১ সেপ্টেম্বর সন্দ্বীপের কাছিয়াপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল চিন্তাধারায় একাত্ম জসিম উদ্দিন ১৯৯৬ সালে এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি বাড়ৈকারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সততা, সময়ানুবর্তীতা, সচ্চরিত্রের কারণে ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর নগরীর হালিশহর বউবাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা ও সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বেলাল চৌধুরী, বাসদ উপজেলা আহ্বায়ক স ম ইউনুচ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আরিফ মইনুদ্দিন, পটিয়া উপজেলা কমিটির সাবেক সভাপতি আবদুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, পটিয়া আইন কলেজ, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি, পটিয়া উপজেলা কমিটিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট