চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রেলওয়ের করোনায় আক্রান্তদের জন্য ‘কুইক রেসপন্স টিম’

অনলাইন ডেস্ক

১৯ জুন, ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের সার্বিক সহযোগিতা দিতে ১০ সদস্যের ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

ওই কমিটির নেতৃত্ব দিচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামসুল আলম মো. ইমতিয়াজ। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান, ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ এম সালাহ উদ্দিন, পাহাড়তলীর ডিএমও চিন্ময় বিশ্বাস, ঢাকার ডিএমও ইবনে শফি আবদুল আহাদ।

এছাড়া কমিটিতে আছেন পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী, ঢাকার ডিসিও মো. শওকত জামিল মোহসী, পূর্বাঞ্চলের এজিএম জোবেদা আক্তার, পূর্বাঞ্চলের (এমই/সদর) জাহিদ হাসান ও পূর্বাঞ্চলের এসও-১ মো. আবু খালেদ চৌধুরী।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী  বৃহস্পতিবার (১৮ জুন) এ কমিটি গঠন করে দেন। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে ‘কুইক রেসপন্স টিম’ আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য যেকোনও প্রয়োজন এ টিম পূরণ করবে।

তিনি আরো জানান, করোনায় আক্রান্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এই টিম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলীকে অবহিত করবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট