চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় করোনা উপসর্গে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন রাউজানের স্বর্ণ ব্যবসায়ী

রাউজান সংবাদদাতা

১৮ জুন, ২০২০ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে করোনা উপসর্গ নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সুব্রত ধর (৫৩)। আজ বৃহ্স্পতিবার (১৮ জুন) সকাল ৭টায় নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার ৭ নম্বর ইউনিয়নের কেউটিয়া বণিক পাড়ার প্রয়াত মুখন্দ ধরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বিএম জসিম উদ্দিন হিরু বলেন, কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন নগরীর স্বর্ণ ব্যবসায়ী ও কেউটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত ধর। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও ফারাজ করিম চৌধুরী গঠিত করোনায় মৃতদের দাফন-কাফন ও সৎকার সেচ্ছাসেবক কমিটির সদস্যরাস্থানীয় শ্মশানে স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন, সঞ্জীব দত্ত, জিল্লুর রহমান মাসুদ, এস.এম লিটন, প্রবেশ বড়ুয়া প্রবাস, সাইদুল ইসলাম, দীলিপ দে, প্রভাত পাল কালু, ডা. অরুন ধর, সমীর দত্ত, বিটন দত্ত, অলক দত্ত, বাপলা ধর, বিপুল দত্ত, রুবেল দাশ, সিধুল ধর, বিশু দে, টিপু নাথ, দিলীপ দে হৃদয়, শিমুল ধর, তপন ধর, দ্বীজেন ধর, খোকন দেওয়ানজী, রুবের দেওয়ানজি, সমীর দত্ত প্রমুখ।

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট