চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় করোনা উপসর্গে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। নগরীর জেনারেল হাসপাতালে বুধবার (১৭ জুন) দিবাগত রাতে দু’জন ও আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে একজন মারা যান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১টায় দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা এক ব্যক্তি মারা যান। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি গত শনিবার (১৩ জুন) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আবার রাত আড়াইটায় আনোয়ারা উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর বয়সী এই রোগী বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের দু’জনেরই করোনা উপসর্গ ছিল।

আবদুর রব বলেন, একই উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার দেওয়ান বাজার এলাকার এক বাসিন্দা সকাল পৌনে ৮টার দিকে মারা যান। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি গত সোমবার (১৫ জুন) রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট