চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাসি খাবার বিক্রি ও স্বাস্থ্যবিধি না মানায় রেস্তোরাঁকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৮ জুন, ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ

নগরীর চকবাজার এলাকায়  বাসি খাবার বিক্রি ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় মি লাইকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর চকবাজারে মি. লাইকি রেস্টুরেন্টে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় গালিব চৌধুরী জানান, আজকে বাজার মনিটরিং এর অংশ হিসাবে অভিযানে গিয়ে দেখা যায়, মি. লাইকি রেস্টুরেন্টে বেশ কয়েকদিন আগের রান্না করা মাছ, মেয়াদবিহীন দই বিক্রয়ের উদ্দেশে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে।

তাছাড়া রেস্টুরেন্টে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রেও শৈথিল্য লক্ষ্য করা যায়। এসব অপরাধে মি. লাইকি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০ (দশ হাজার টাকা) অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়।

তিনি আরও জানান, এছাড়া চকবাজার এলাকায় বাজার মনিটরিং এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে ভবিষ্যতেও রেস্টুরেন্ট ও খাবার হোটেলগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট