চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা, ৮ ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা, ৮ ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপ সংবাদদাতা

৮ জুন, ২০২০ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে আজ সোমবার (৮ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

মোহাম্মদ মামুন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় উপজেলা কমপ্লেক্স এলাকায় এক দোকানে ৩ হাজার, সেনের হাটে দুই কাপড় ব্যাবসায়ী ও ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার, ধোপার হাটের দুই ফল ব্যবসায়ীকে ৪ হাজার, প্লাস্টিক ব্যবসায়ীকে ৩ হাজার, হাইওয়ে মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার ও বাঘাইর দোকানের এক রড সিমেন্টের দোকানে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/নরোত্তম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট