চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে করোনা উপসর্গে আরও দু’জনের মৃত্যু

সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ জুন, ২০২০ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে আরো দুই জন মারা গেছেন। এদের মধ্যে একজন সাবেক পৌর কাউন্সিলর ও অপরজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। এ নিয়ে এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ আজ সোমবার (৮ জুন) করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও বাকি ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের সাবেক সদস্য সচিব মো. ইব্রাহিম (৬৫) করোনার উপসর্গ বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একইভাবে করোনার উপসর্গ নিয়ে উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা মারা যান।

সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী জানান, দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে করোনায় আক্রান্ত কিনা তা জানা যায়নি।

পূর্বকোণ/সৌমিত্র-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট