চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ১০৬ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৮ জুন, ২০২০ | ১২:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন আক্রান্ত হয়েছে। বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬১৬ নমুনা পরীক্ষায় রবিবার (৭ জুন) রাতে এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্ত জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৫৫ জন ও উপজেলা পর্যায়ে ৫১ জন রয়েছেন ।

ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৮৭ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৪২ টি পজেটিভ। এরমধ্যে চট্টগ্রাম নগরীতে ১৪ জন ও উপজেলায় ২৮ জন আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ১৫১ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৪১টি পজেটিভ। এরমধ্যে নগরীতেই ৪১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৪৮ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ২০ টি পজেটিভ। এর মধ্যে উপজেলাই ২০ জন আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৩ টি পজেটিভ। এরমধ্যে মহানগরীতে কোন আক্রান্ত নেই। কিন্তু বিভিন্ন উপজেলাই ৩ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট