চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেড়শ টাকার ওষুধ ১ হাজার টাকা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ

ছয়গুণ দামে ওষুধ বিক্রির দায়ে নগরীর হাজারী গলি থেকে তিন জনকে আটক করেছে পুলিশ । আজ রোববার (৭ জুন)  ‍দুপুরে হাজারী গলির মেসার্স গফুর র্ফামার নামের ফার্মেসিতে অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  ফার্মেসির মালিক মো. আশরাফ (২৮) এবং কর্মচারী অনিক ধর (১৮) ও আকবর হোসেন (১৮)। এ ঘটনায় দোকানের ব্যবস্থাপক কফিল উদ্দিন (২৮) পলাতক আছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সুলতানুল আরেফীন নামের একজন ক্রেতা অভিযোগ পাই যে , ‘ইভেরা সিক্স’ নামে ১৫০ টাকার এক পাতা ট্যাবলেট তার কাছ থেকে এক হাজার টাকা দাবি করেছে মেসার্স এ গফুর ফার্মা । তাৎক্ষণিকভাবে ওই দোকানে অভিযান চালাই।  বাড়তি দাম চাওয়ার বিষয়টি তারা স্বীকার করার পর তাদের আটক করা হয়। এসময় একজন কৌশলে পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্ঠা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট