চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চার হাজার ছুঁই ছুঁই করছে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীর পর এবার একসঙ্গে বাঁশখালী থানা পুলিশের ৬ সদস্যের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শুধু বাঁশখালী পুলিশ সদস্যই নয়, আক্রান্ত হয়েছেন নগর পুলিশের এক সদস্যও। এ সাত পুলিশ সদস্যসহ গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে পুলিশ ছাড়াও রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও।

আক্রান্তদের মধ্যে গত দুইদিনের মতোই শহরের চেয়ে উপজেলাগুলোতে শনাক্তের হার বেশি। যার মধ্যে শুধুমাত্র বোয়ালখালী উপজেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ জন। নতুন শনাক্ত হওয়া ১৫৬ জনসহ এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬২ জনে। যার চার হাজারের প্রায় কাছাকাছি। শনিবার (৬ জুন) রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সর্বমোট ৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৫৬ জনের ফলাফল পজেটিভ আসে। সকলেই চট্টগ্রামের বাসিন্দা। তবে এদের মধ্যে কতজন উপজেলা বা কতজন নগরীর গতরাত পর্যন্ত এ তথ্য দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

তথ্যমতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে শনিবার সর্বমোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৭ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের মধ্যে চট্টগ্রাম নগরীরই ৩৫ জন বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য, চমেকের এক চিকিৎসক ও বেসামরিক বাহিনীর এক সদস্য রয়েছেন। রয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মীও। এছাড়া উপজেলায় শনাক্ত হওয়া একজন চন্দনাইশ উপজেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬৫ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের ৮ জন মহানগরের বাসিন্দা। আর বাকি ৫৭ জনেই উপজেলার বাসিন্দা। যাদের মধ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন, পটিয়া উপজেলার ১০ জন, বাঁশখালী উপজেলার ৫ পুলিশসহ ১৪ জন, সীতুকু-ের ২, বিআইটিআইডি হাসপাতালের ১ জন, বোয়ালখালীর ২৪ জন এবং মিরসরাই উপজেলার ২ জন রয়েছেন।

আর ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫২ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে সাতকানিয়া-লোহাগাড়ার ১৩ জনের নুমনা পরীক্ষা করা হয়। তাতে দুইজনের ফলাফল পজেটিভ আসে।

 

 

 

পূর্বকোণ/আইএইচ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট