চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে করোনা উপসর্গে আরও দু’জনের মৃত্যু

রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২০ | ১০:১২ অপরাহ্ণ

রাঙামাটিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) বিকালে এ বৃদ্ধ মারা যান। মৃত বৃদ্ধের বয়স সত্তর বছর। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট পল্লব হোম দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ ছিল। আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন করা হবে।

এদিকে, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, করোনার উপসর্গ থাকায় গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট এখনো আসেনি। তবে আবারও নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, শহরের ভেদভেদী বাজারে মৃত বৃদ্ধের ছেলের দোকানে রয়েছে। দুদিন আগে ওই দোকানের এক কর্মচারীর করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর থেকে তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হলেও সেই রিপোর্ট এখনো আসেনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট