চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে করোনা উপসর্গে আরও দু’জনের মৃত্যু

সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে আরও এক শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

৬ জুন, ২০২০ | ৭:২৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ৬ জুন)  সকালে কাশি ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হলে স্বজনরা তাকে চমেকে নিয়ে গেলে এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. সালাউদ্দিন আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ আলম করোনাে উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সলিমপুর লতিফপুরের বাসিন্দা ও স্থানীয় আফতাব অটোমোবাইলের শ্রমিক মো. শাহ আলম (৫০) কাশিসহ নানা রোগে ভুগছিলেন। তবে নিহতের পরিবার নমুনা দিতে রাজি হচ্ছে না হওয়ায়। নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানিয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, এখন আমরা তার পরিবারের অন্যান্য সদস্যদের পর্যবেক্ষণে রাখব। তাদের কোন অসুস্থতা দেখা দিলে নমুনা সংগ্রহ করব।

প্রসঙ্গত, শনিবার সকালে সীতাকুণ্ড থানার এস.আই মো. একরামুল হকও করোনার উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তবে স্বাস্থ্য কর্মকর্তা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন।

পূর্বকোণ/ আরআর-সৌমিত্র

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট