চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাংবাদিক উজ্জ্বল ধরের মায়ের পরলোকগমন

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধরের মা লীলা রানী ধর পরলোকগমন করেছেন।

শনিবার (৬ জুন) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে লীলা রানী ধরের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক উজ্জ্বল ধর জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অ্যাজমা সহ নানান রোগে ভুগছিলেন। সর্বশেষ জ্বরে আক্রান্ত হলে করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে।

তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

পৃথক বিবৃতিতে লীলা রানী ধরের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) এর সাবেক অর্থ সম্পাদক উজ্জ্বল ধরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি দিদারুল আলম ও সম্পাদক হাবিবুর রব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট