চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৪০ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২০ | ১২:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন শনাক্ত  হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের, সুস্থ হয়েছে ১৫ জন।

তথ্য মতে, চট্টগ্রামের তিন ল্যাবে  ৫৯৬ নমুনা পরীক্ষায় ১৪০ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে মহানগর এলাকায় ৭২ জন ও উপজেলা এলাকায় ৬৮ জন আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে বৃহস্পতিবার সর্বমোট ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৫০ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৫ জন এবং উপজেলার পটিয়ায় দুইজন কর্ণফুলীতে তিনজন রয়েছেন।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৩ জনের ফলাফল পজেটিভ আসে। তারমধ্যে একজন রাঙ্গামাটির জেলার। বাকি ৫২ জনেই চট্টগ্রামের। তার মধ্যে দুই পুরাতন রোগী। নতুন ৫০ জন।  যাদের মধ্যে মহানগরের ৬ জন বিভিন্ন উপজেলার ৪৫ জন এবং ঠিকানাবিহীন ১ জন রয়েছেন।

ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪০ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এদেরমধ্যে মহানগরের ১৮ জন এবং উপজেলার ২২ জন রয়েছেন। তারমধ্যে শুধুমাত্র চন্দনাইশ উপজেলা পরিষদের চারজনসহ ১৯ জন রয়েছে। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্যকর্মীসহ রয়েছেন আরও ৩জন।

পূর্বকোণ/ আরআর- রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট