চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নিখোঁজের ৮দিন পর নদীতে মিলল কলেজ ছাত্রের লাশ

নাজিরহাট সংবাদদাতা

৫ জুন, ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

ফটিকছড়ি সীমান্তে ফেনী নদীতে নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্র পলাশ চন্দ্র দে (১৭)’র লাশ পাওয়া গেছে। আজ ৫ জুন (শুক্রবার) সকাল ১০ টার দিকে মীরশ্বরাই উপজেলা আর ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকায় ধুমঘাট ব্রীজের নিচে কিশোরের লাশ পাওয়া যায়। তার পরিধেয় জামা দেখে পরিবার লাশ সনাক্ত করেছেন। নিহত কিশোর বাগানবাজার ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পুরাতন রামগড় এলাকার সাধন কুমার দে’র ছেলে এবং রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো বলে জানা যায়। বাগানবাজার ইউপি চেয়ারম্যান মো. রুস্তুম আলী প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেন।
গত ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে লাকড়ী সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন পলাশ চন্দ্র দে।
নিখোঁজের পর স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন শনিবার প্বার্শবর্তী রামগড় উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সারাদিন উদ্ধার কার্যক্রম চালানোর পরও লাশ উদ্বার সম্ভব হয়নি। আজ (৫ জুন) সকাল ১০ টার দিকে মীরশ্বরাই উপজেলা আর ফেনীর ছাগলনাইয়্যার সীমান্ত এলাকা ধুমঘাট ব্রীজের নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। ঘটনা জানাজানি হলে নিখোঁজ পলাশের পরিবার ঘটনাস্থালে গিয়ে লাশ সনাক্ত করেন।
জানাগেছে,  ফেনী নদীর এই কিশোরের নিখোঁজ হওয়া স্থানে এর আগেও এভাবে অনেকের প্রাণ গেছে। ওই স্থানে গত বছর ঈদের দিন ৩ শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে ডুবুরিদের সহায়তায় ৪ঘন্টা পর শিশুদের লাশ উদ্ধার করা হয়েছিলো।

পূর্বকোণ / আরআর – মুন্না

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট