চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে ইউপি চেয়ারম্যানসহ একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

সন্দ্বীপ সংবাদদাতা

৫ জুন, ২০২০ | ১১:৪৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুর রাজী টিটু সহ তার পরিবারের ৭ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩ বছরের একটি শিশু রয়েছে।

গত ২ জুন ওই পরিবারের মেঝ ছেলে ও কালাপানিয়া  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান আরমান করোনায় আক্রান্ত হন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই পরিবারের বাকি সদস্যদের  নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠান।

আজ শুক্রবার (৫ জুন) গতকাল বৃহস্পতিবা্রের (৪ জুন)   পরীক্ষার রিপোর্ট প্রকাশ করলে সন্দ্বীপ থেকে ওই পরিবারের  ৭ জন সদস্যের রিপোর্ট পজেটিভ আসে।  

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম জানান, কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুর রাজী টিটুর বড়ভাই মনিরুজ্জামান আরমানের করোনা পজেটিভ  আসলে আমরা ওই পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করি। তাদের মধ্য থেকে ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তাদের শরীরে কোন উপসর্গ দেখা যায়নি এবং তারা সুস্থ আছেন।

এদিকে, আরমানের দ্বিতীয় দফায় পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট