চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন আওয়ামী লীগের দুই নেতা

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া দুই আওয়ামী লীগ নেতা হলেন- বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এবং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম।

দুইজনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে কী না তা জানা যায়নি।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন পূর্বকোণকে বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম ও মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট