চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চমেক-সিভাসু ল্যাবে ২৪ ঘণ্টায় ১১১ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২০ | ১১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) হাসপাতাল ও সিভাসু ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দুইটি ল্যাবের মোট ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় এই ফল আসে। আজ বুধবার (৩ জুন) জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চমেক হাসপাতাল ল্যাবে ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তকৃতদের মধ্যে একজন পটিয়া উপজেলার ও বাকি ৭৪ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। রয়েছেন। এদের মধ্যে ৬ চিকিৎসক ৫ স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাছাড়া চমেক হাসপাতালে চারজন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুই চিকিৎসক আছেন। এছাড়াও একজন চমেক ল্যাবকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। এছাড়া সিভিল সাজর্ন কার্যালয়ের এক নারী কর্মীসহ দুইজন আছেন। এছাড়া পুলিশ সদস্যসহ তাদের পরিচারের ৮ সদস্য এবং বন্দর-কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ১০ জন রয়েছেন।

তিনি আরও বলেন, সিভাসুতে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চট্টগ্রামের ৩৬ জনের ফলাফল পজিটিভ আসে। শনাক্তকৃতদের মধ্যে নগরীর ৭ জন ও বাকি ২৯ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

 

পূর্বকোণ/আইএইচ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট