চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে দুই বছরের শিশু করোনায় আক্রান্ত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৩ জুন, ২০২০ | ১০:৩৮ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে যায় দুই বছরের এক শিশু।চিকিৎসক করোনা উপসর্গ দেখে নমুনা সংগ্রহ করে। সেই নমুনা টেস্টে পজেটিভ পাওয়া গেছে ।

সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুট  সদর ইউনিয়নের মসজিদঘোনা এলাকার মামুন উর রশিদ এর দুই বছরের  কন্যা আমেনা ।

বিষয়টি ৩ জুন বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা,আবু জাফর মো. ছলিম।
তিনি বলেন, গত ২৪ মে সদর ইউনিয়নের মসজিদঘোনা এলাকার আমেনা নামে দুই বছর বয়সী এক শিশু কন্য হাসপাতালের আউডোরে চিকিৎসা নিতে আসে।
চিকিৎসক জ্বর কাশিসদর্দি দেখে বর্তমান পরিস্থিতির ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় । সেই নমুনা নয় দিনের মাথা রিপোর্ট আসে পজেটিভ ।
শিশু রোগীকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

পূর্বকোণ/আরআর – শামীম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট