চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!
সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!

রাউজানে প্রথম পুলিশ সদস্যের করোনা শনাক্ত

২ জুন, ২০২০ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থানায় প্রথমবারের মতো কোনো পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়া পুলিশ সদস্যের নাম আবু বক্কর। তিনি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। আজ মঙ্গলবার (২ জুন) থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু বক্কর কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার নমুনা পরীক্ষা দেন। গতকাল সোমবার (১ জুন) রাতে তার করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে চিকিৎসারত আছেন।

সেকেন্ড অফিসার আরো জানান, এ পর্যন্ত থানার উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কনেস্টেবলসহ মোট ১৫ পুলিশ সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এদের মধ্যে এসআই আবু বক্করের করোনা পজিটিভ শনাক্ত হয়। অপর সদস্যরা সুস্থ আছেন।

 

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট