চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিএমপিতে একযোগে ১২ এসআই রদবদল

করোনা আক্রান্ত ব্যক্তিকে হেয় করার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সিএমপি

২ জুন, ২০২০ | ১০:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে কেউ সামাজিকভাবে অবহেলা, কোন ধরনের কটূক্তি, বাড়ি ভাড়া না দেয়া কিংবা বাসা থেকে বের করে দিচ্ছে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। ভুক্তভোগীদের অভিযোগ জানতে সিএমপি দুটি হটলাইন নম্বর চালু করেছে। সেগুলো হল- ০১৪০০-৪০০০৪০০, ০১৮৮০৮০৮০৮০। আজ মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান জানান, নগরীর বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তাররোধে বিভিন্ন সংস্থা, লকডাউন ব্যবস্থা বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছে। তাদের বিভিন্ন ব্যক্তি বাধা প্রদান করছেন এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাছাড়া করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে অপারগতা ও বাড়ি থেকে বের দেয়ার চেষ্টা করছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। মহামারির এ দুর্দিনে এ ধরনের অমানবিক আচরণ কাম্য নয়। আজ যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাল তিনি সুস্থ হয়ে যেতে পারেন। আপনি, আমি আজ সুস্থ আছি। কাল আমরাও অসুস্থ হতে পারি। সম্মিলিত সহযোগিতার প্রচেষ্টায় আমাদেরকে এ মহামারিতে মোকাবেলা করে ঠিকে থাকতে হবে।

সিএমপি কমিশনার বলেন, আমরা দুটি হট লাইন নম্বর চালু রেখেছি। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তাকে আইনগত সহযোগিতা দেয়া হবে।

 

 

 

 

 

পূর্বকোণ/এনএস-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট