চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে চিকিৎসকসহ দুইজনের করোনা শনাক্ত

২ জুন, ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ

দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। এর ধারারাবাহিকতায় দ্বীপ উপজেলা মহেশখালীতে আজ মঙ্গলবার আরও দুই জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

শনাক্তদের মধ্যে একজন বড় মহেশখালী এবং অন‍্যজন ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার করোনা শনাক্ত তিনি একজন পুরুষ। তার বয়স ৩৬ তিনি একজন দন্ত চিকিৎসক।
অন্যদিকে ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা এলাকার করোনা শনাক্তও পুরুষ। তার বয়স ৩৪।
তাদের দুজনেরই জ্বর, সর্দি-কাশি এবং গলা ব‍্যথাসহ একাধিক উপসর্গ ছিল। তবে তাদের সংক্রমিত হওয়ার ইতিহাস জানা যায়নি।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, মহেশখালী উপজেলা হতে গত মাসের ২৬ তারিখ সংগ্রহকৃত ১০ টি নমুনা কক্সবাজার ল‍্যাবে পরীক্ষা করা হলে তন্মধ্যে আজ দুইটি নমুনা পজেটিভ আসে। তবে দুজনই এখন পূর্বের চেয়ে সুস্থ রয়েছেন।

পূর্বকোণ/আরআর-সজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট