চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পাহাড় কাটায় ৪ জনকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

২ জুন, ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ

পাহাড় কাটার দায়ে পৃথক শুনানিতে চার ব্যক্তিকে ১৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) পরিবেশ অধিদপ্তরের কার্যালেয় শুনানি শেষে এ জরিমানা করা হয়েছে বলে জানান মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তিনি বলেন,  নগরীর বায়োজিদ থানার চন্দনগর এলাকার কিষোয়ান ব্রেড কারখানার পাশে ৯ হাজার ৬০০ ফুট পাহাড় কাটার দায়ে তৈয়বুর রহমান নামের এক ব্যক্তিকে  ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১০ মে গোপন সংবাদের  ভিত্তিতে পরিদর্শনে গিয়ে পরিবেশ অধিদপ্তরের টিম  পাহাড় কাটার প্রমান পান বলে জানান পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

অপরদিকে নগরীর খুলশী  থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায়  পাহাড় কাটার দায়ে তিন ব্যক্তিকে  ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ব্যক্তিদ্বয় হলেন আমিনা বেগম, হাজী নুরুল হক ও মো. ইব্রাহিম।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট