চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে আরও ৬২ করোনা রোগী শনাক্ত

২ জুন, ২০২০ | ৬:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারে একদিনেই জেলার ৮ উপজেলার প্রত্যেকটি উপজেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একদিনেই ‘পজিটিভ’ হয়েছেন ৬৫ জন। নতুন আক্রান্ত  ৬২ জন এবং ফলোআপ  তিজনের রিপোর্ট পজিটিভ আসে। কমেকের ল্যাবে নতুন করে শনাক্ত ৬২ জনের মধ্যে সদর উপজেলাতেই ৩৬ জন রয়েছেন। এই উপজেলা অনেক আগে থেকে করোনার ‘হটস্পট’ হিসিবে তালিকায় নাম লেখিয়েছে। অন্যান্য উপজেলার মধ্যে চকরিয়ায়- ৮ জন, পেকুয়ায় ৬ জন, রামুতে ১ জন, উখিয়ায়-৫ জন,টেকনাফে২জন,মহেশখালীতে ১ জন ও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নতুন করে ১ জন এবং চট্টগ্রামের লোহাগাড়ার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকলে কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। মঙ্গলবার নতুন ৬২ জনের মধ্যে কক্সবাজারের ৮ উপজেলার ৬১ জন শনাক্ত হয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) কমেকের পিসিআর ল্যাবে ২৩৩ নমুনা টেষ্টে ৬৫ নমুনা ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে ফলোআপ আছে ৩ জন। আর নেগেটিভ হয়েছে ১৬৮ নমুনা।

পূর্বকোণ/পিআর-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট