চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

করোনার উপসর্গ নিয়ে এএসআই কাইয়ুমের মৃত্যু

২ জুন, ২০২০ | ২:৫৭ অপরাহ্ণ

করোনার উপসর্গ নিয়ে এবার মারা গেল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) একজন সহকারি উপ পরিদর্শক (এএসআই)। নিহত এ এস আই জি এম কাইয়ুম নগরীর সদরঘাট থানায় কর্মরত ছিল।

আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এ সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে সিএমপির চারজন সদস্য মারা গেলেন।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-জনসংযোগ) আবু বক্কর ছিদ্দিক জানান, জিএম কাইয়ুম সদরঘাট থানায় কর্মরত ছিল। গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গ নিয়ে তিনি অসুস্থ ছিলেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথম দফায় তার করোনা পরীক্ষা করা হয়েছিলো। রিপোর্ট নেগেটিভ এসেছিলো। মৃত্যুর পর আবারো নমুনা নেয়া হয়েছে। তার গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামে। তার মরদেহ নগর পুলিশের ব্যবস্থাপনায় গ্রামরে বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এডিসি আবু বক্কর বলেন, করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত নগর পুলিশের চারজন সদস্য নিহত হয়েছে। প্রথম দুজনের করোনা রির্পোট পজেটিভ এসেছে। গত সোমবার নিহত কনস্টেসবল মামুনের নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি। নিহত এ এস আই কাইয়ুমের নমুনাও পাঠনো হয়েছে।

পূর্বকোণ/পিআর-নাজিম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট