চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

করোনায় এডভোকেট কবীর চৌধুরীর মৃত্যু

২ জুন, ২০২০ | ২:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এডভোকেট কবীর চৌধুরী আর নেই।

আজ মঙ্গলবার (২ জুন) সকাল সকাল ১১টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেলা ১১টায় করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে এক আইনজীবীর মৃত্যু হয়। গত ৩০ মে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।’

তার ছেলে এডভোকেট শফিউদ্দীন কবির আবিদ জানান, ঈদের দিন তিনি অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর গত ৩০ মে তাকে জেনারেল হাসপাতালের ভর্তি করানো হয়। গতকাল সোমবার (১ জুন) তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। আজ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। তার দুই ছেলে ফখরুদ্দীন কবির আতিক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি (বাসদ মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও  এডভোকেট শফিউদ্দীন কবির আবিদ বাসদ মার্কসবাদী চট্রগ্রাম জেলা কমিটির নেতা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট