চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মারা যাওয়া হাসপাতালকর্মীর করোনা পজেটিভ

২ জুন, ২০২০ | ১:৪৭ অপরাহ্ণ

মৃত্যু হওয়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মী হাসিনা আক্তার (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম। এর আগে গতকাল সোমবার সকালে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬০ বছর বয়সী এ স্বাস্থ্যকর্মীর। তবে মৃত্যু হওয়ার আগে গত ২৯ মে তা নমুনা সংগ্রহ করা হয়। যার ফলাফল পাওয়া যায় সোমবার রাতে।

জানা যায়, হাসিনা আক্তারের নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সোমবার ওই ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে তারও ফলাফল পজেটিভ আসে।

উল্লেখ্য, করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী হাসিনা আক্তার হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে নেয়া হয়। সোমবার (১ জুন) সকাল তিনি মারা যান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট