চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চমেকে ২৪ ঘণ্টায় ১০ চিকিৎসকসহ শনাক্ত ১০১ জন

২ জুন, ২০২০ | ১২:৩২ পূর্বাহ্ণ

১০ চিকিৎসকসহ চট্টগ্রামে ১০১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চিকিৎসক ছাড়াও তাদের মধ্যে ৪ পুলিশ সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের ৪ স্বাস্থ্যকর্মী এবং ২ জন আনসার সদস্যও রয়েছেন। সোমবার (১ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তথ্যমতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে সোমবার সর্বমোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০১ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৯৫ জন রয়েছেন। পুলিশ, চিকিৎসক স্বাস্থ্যকর্মী ছাড়াও শনাক্তদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়াসার স্টাফ কোয়াটারের এক কর্মী রয়েছেন। এছাড়া ৬ জন রয়েছেন চার উপজেলার। যাদের মধ্যে বোয়ালখালী উপজেলার তিনজন, রাঙ্গুনিয়া উপজেলার ১ জন, কর্ণফুলী উপজেলার ১ জন এবং বাঁশখালী উপজেলার ১ জন রয়েছেন।

 

 

 

 

 

পূর্বকোণ/আইএইচ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট