চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে মারা গেলেন চবি শিক্ষক ও কর্মচারী
কক্সবাজারে ৫ রোহিঙ্গাসহ আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে ৫ রোহিঙ্গাসহ আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত

১ জুন, ২০২০ | ৯:১৮ অপরাহ্ণ

কক্সবাজারে দিন দিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ পাঁচ রোহিঙ্গাসহ ৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ২৮৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৫টি নমুনার ফল পজেটিভ আসে। এর মধ্যে কক্সবাজার জেলার ৮৯ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ও চান্দগাঁও এলাকার একজন করে দুইজন করোনা শনাক্ত হয়েছেন। বাকি ৪ জনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও ফল পজিটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ আরো বলেন, জেলায় নতুন শনাক্তকৃতদের মধ্যে সদরের ৩৫ জন, রামুর ২২ জন, চকরিয়ার ১৪, উখিয়ার ৭ জন, টেকনাফের ৪ জন, পেকুয়ার ২ জন ও রোহিঙ্গা ক্যাম্পের ৫ জন।

এদিকে, আজ সোমবার কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২ জন মারা গেছেন। তারা হলেন- সদর পৌরসভার পাহাড়তলী এচারুল করিম (৩৬), টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মনোয়ারা বেগম (৫৫)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ করিম (৩০) নামের এক ‍যুবকের মৃত্যু হয়েছে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট