চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

২৮ হাজার ঘনফুট পাহাড় কাটায় ২৮ লাখ টাকা জরিমানা

১ জুন, ২০২০ | ৮:৪৬ অপরাহ্ণ

নগরীর জামালখানের রীমা কমিউনিটি সেন্টারের বিপরীতে গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড়ের ২৮ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । আজ সোমবার (০১ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন।

আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার আদেশপ্রাপ্ত দুই ব্যক্তি সনজিৎ দত্ত ও ডা. দারদাউস শাহের তত্বাবধানে ওই পাহাড় কাটা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা গেছে।

গত ১৮ মে পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর । বহুতল ভবন নির্মাণের জন্য এই পাহাড় কাটার প্রমাণ পায় তারা। পরে সংস্থাটি পাহাড় কাটা বন্ধ করা ও অনুমতি ছাড়া কোনও ধরনের উন্নয়ন কাজ না করতে নির্দেশ দেয়। অন্যথায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করেছে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট