চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা উপসর্গ নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু

১ জুন, ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। মৃতের নাম মন্টু কুমার শীল (৬০)। আজ সোমবার (১ জুন) সকাল ৮টায় বাকলিয়ার নিজ বাসায় মারা যান তিনি। তিনি পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। চসিক ২ নম্বর ওয়ার্ড জালালাবাদ কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মন্টু শীল জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়মিত রোগী দেখতেন। এক সপ্তাহ আগে তার জ্বর ও সর্দি দেখা দেয়। গত ২৭ মে রোগী দেখেছিলেন তিনি। পরে ৩১ মে তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। তবে নমুনা পরীক্ষার ফল আসার আগেই তার মৃত্যু হয়। তার কাছে আসা বিভিন্ন রোগীসহ যারা সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ করেন এই কাউন্সিলর।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট