চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শাহাদাতবার্ষিকীতে খাদ্য বিতরণ করছেন আবুল হাশেম বক্কর

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন : বক্কর

বিজ্ঞপ্তি

৩০ মে, ২০২০ | ১১:২৩ অপরাহ্ণ

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি আজ শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাসেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলি মুর্তজা খান, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, নগর যুবদল নেতা মো. হাসান, নগর স্বেচ্ছাসেবক দল নেতা তারেক আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা আবদুল মতিন, আবদুল আজিম প্রমুখ।

শাহাদাতবার্ষিকী পালন করছে মহানগর ছাত্রদল

এদিকে, নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পথচলা যখন বারংবার বাধাগ্রস্ত হচ্ছে, পুরো রাষ্ট্র ব্যবস্থা যখন একটি অস্থিতিশীল সময় পার করছে, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, জাফরুল হাসান রানা, সামিয়াত আমিন জিসান, আরিফুর রহমান মিঠু, কাইয়ুমুর রশিদ বাবু, আলী আকবর চৌধুরী, শাহাদাত হোসেন নাবিল, মোহাম্মদ হোসেন, ওমর কাইয়ুম প্রমুখ।-বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

পূর্বকোণ/এমএ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট