চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু সোমবার

রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

নগরীর সিআরবিতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে আগামী সোমবার (১ জুন) থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হবে। এরই মধ্যে হাসপাতালটিতে ১০০ শয্যাবিশিষ্ট করোনা রোগীদের চিকিৎসা সেবার উপযুক্ত করে তোলা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যেদিন থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগী ভর্তি করাবে সেদিন থেকেই চিকিৎসা সেবা দেয়া শুরু হবে। তারা দুয়েকদিনের মধ্যে রোগী পাঠাবেন বলে জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আশা করছি আগামী সোমবার থেকে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে করোনা রোগী স্থানান্তর করবো। চিকিৎসক, নার্সসহ সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি হলে কিছুটা হলেও চাপ কমবে অন্যান্য হাসপাতালগুলোতে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট