চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হাসপাতাল থেকে রোগী ফেরত দিলেই ব্যবস্থা : সিএমপি

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

নগরীর বেসরকারি হাসপাতাল থেকে কোন রোগী চিকিৎসা না দিয়ে ফেরত দেয়া হলে কিংবা চিকিৎসকের অবহেলার কারণে কোন রোগী মারা গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

এ বিষয়ে  ভুক্তভোগিদের অভিযোগ জানাতো সিএমপি দুটি হটলাইন নম্বর চালু করেছে।  (০১৪০০৪০০৪০০,০১৮৮০৮০৮০৮০) আজ শনিবার (৩০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে  সিএমপির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান জানান, করোন মোকাবেলায় স্বাস্থ্যকর্মী,চিকিৎসক,পুলিশ দিনরাত কাজ করছে। আর কাজ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছে। মহামারির এ সময়ে কিছু বেসরকারী হাসাপতালে রোগী ভর্তি নিচ্ছেনা আবার চিকিৎসাসেবা না পেয়ে রোগী মারা যাচ্ছে। আমাদের কাছে এমন খবর আসছে। যা কখনো কাম্য নয়। যারা অমানবিক এসব কাজ করছে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

পূর্বকোণ/আরআর – নাজিম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট