চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে রয়েল-পার্কভিউ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৭:৩০ অপরাহ্ণ

এবার নগরীর রয়েল ও পার্কভিউ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে পৃথক কোভিড হাসপাতাল হিসেবে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যার বিষয়ে মন্ত্রণালয়ের সাড়াও পেয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, মন্ত্রণালয় ছাড়াও আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে এক বৈঠকে হাসপাতাল দুটিতে কোভিড রোগীদের চিকিৎসায় পূর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তর করতেও আলোচনা হয়।
বিভাগীয় কমিশনার ছাড়াও বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোস্তাফা খালেদ আহমেদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা শেখ ফজলে রাব্বি , অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মো কামাল হোসেন, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধরণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল, ক্লিনিক মালিক সমিতির সেক্রেটারি ডা. লিয়াকত আলীসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতাল দুটি কোভিড হাসপাতালে রূপান্তরের বিষয়ে স্বাস্থ্য বিভাগের সাথে একটি চুক্তি করা হবে। এরপর যেকোনো মুহুর্তেই এ হাসপাতাল দু’টিতে করোনাভাইরাস রোগীদের ভর্তি ও চিকিৎসা সেবা শুরু করা হবে। তবে হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীরা সরকার নির্ধারিত ফি নিজেরাই বহন করবেন। তাদের অর্থ পরিশোধের পর অবশিষ্ট টাকা সরকার পরিশোধ করবে বলেও জানা যায়।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি পূর্বকোণকে বলেন, বেসরকারি দুটো হাসপাতালে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে একটি সুরাহা হবে।

পূর্বকোণ/আরআর-রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট