চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৩০ মে, ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম গোলামুর রহমান (৪৮)। আজ শনিবার (৩০ মে) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নগরীর পাঁচলাইশ জোনে পুলিশের সিটি এসবি কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

মৃত পুলিশ সদস্যের বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়। তিনি স্থানীয় নুরুল আবছারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগেও ভুগছিলেন বলেও জানা গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম মৃত গোলামুর রহমানের করোনার উপসর্গ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলামুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। আজ শনিবার সকালে কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতাবোধ করলে তাঁকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদে যোহর দামপাড়া পুলিশ লাইনে ও বাদে মাগরিব নিজ গ্রাম পূর্ব গোমদণ্ডীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

পূর্বকোণ/সেকান্দর-আরপি

পূর্বকোণ/সেকান্দর-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট