চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঢাকায় করোনা পরীক্ষা : পুলিশ-চিকিৎসকসহ ১১৭ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও ১১৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে পুলিশের ১৩ সদস্য ও চার চিকিৎসক রয়েছেন। আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে সংগ্রহ করা ৮শ’ নমুনা পরীক্ষার পর ১২০ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে চট্টগ্রামের ১১৭ জন রয়েছেন। বাকি তিনজনের মধ্যে খাগড়াছড়ি জেলার ২ জন ও রাঙামাটি জেলার একজন রয়েছেন। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৬ উপজেলার ৩২ জন রয়েছেন। বাকি সকলেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে হালিশহর থানা পুলিশের ৬ জন, হাইওয়ে পুলিশের ৪ জন, শিল্প পুলিশের ২ জন ও হাটহাজারী থানা পুলিশের একজন সদস্য রয়েছেন।

উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নমুনা সংগ্রহ করা হলেও জীবাণুমুক্ত করার কারণে তিনদিন পর্যন্ত এ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। তবে পরীক্ষার অপেক্ষায় থাকা সকল নমুনা ঢাকায় প্রেরণ করা হয়৷ এর মধ্যে আজ শনিবার (৩০ মে) ৮শ ‘নমুনার ফল আসে।

 

 

 

 

পূর্বকোণ/আইএইচ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট