চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৭:০২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

আটক রোহিঙ্গা যুবক আসমত উল্লাহ (১৯) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাফেজের ছেলে।  

আজ শনিবার (৩০ মে) বিকাল পৌনে ৪টার দিকে টেকনাফ থানার হোয়াইক্যং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি র‌্যাব ১৫‘র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী টেকনাফের হোয়াইক্যং ফরেস্ট অফিসের সামনে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৫০ লাখ টাকা।

গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট